top of page

Hollong Bungalow Fire: অগ্নিকাণ্ডে কার্যত ভষ্মীভূত হলং বাংলো

মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ ঐতিহ্যবাহী হলং বাংলোতে আগুন লাগে। বীভৎস অগ্নিকাণ্ডে কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে পর্যটকদের অত্যন্ত পছন্দের জলদাপাড়ার হলং বন বাংলো।

১৯৬৭ সালে তৈরি এই বনবাংলোটি রাজ্য বন দফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল।

জলদাপাড়ার জঙ্গল ঘেরা বন দফতরের এই সুদৃশ্য বনবাংলোর কদর ছিল রাজ্যের ভিভিআইপি থেকে আমলা বা দেশ-বিদেশের পর্যটকদের কাছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু নিয়মিত আসতেন এই বাংলোয়। ২০১০ সালের জুন মাসে এমনই এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত জয়ন্তী বনবাংলো।

১৫ জুন থেকে জঙ্গল বন্ধ থাকার জেরে বাংলোতে কোনও পর্যটক ছিলেন না। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকলকর্মীরা ১০টা ১০ মিনিট নাগাদ পৌঁছন। এবার হলংয়ের আটটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেল। 

জঙ্গলের মধ্যে অত্যন্ত সুন্দর লোকেশনে এই বাংলো। পর্যটকদের অত্যন্ত প্রিয় এই বাংলোটির সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি।



 
 
 

Kommentare


bottom of page